সারাদেশ
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ও চাঁচকৈড় বাজারে বুধবার সকালে ব্যাপক গণসংযোগ করেছেন এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোকছেদুল মোমিন।
নাটোর-৪ আসনে এবি পার্টির প্রার্থী ড. মোকছেদুল মোমিনের গণসংযোগ
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ও চাঁচকৈড় বাজারে বুধবার সকালে ব্যাপক গণসংযোগ করেছেন এবি পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোকছেদুল মোমিন।
সকালে সাড়ে দশটার দিকে কাছিকাটা ও চাঁচকৈড় বাজার থেকে শুরু হওয়া জনসংযোগ কর্মসূচি বিকেলে উপজেলা পরিষদ পর্যন্ত অব্যাহত থাকে। জনসংযোগের সময় প্রার্থী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যার সমাধানে তৎপরতার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এএসএম মোকাররেবুর রহমান নাসিম, জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, নাসিম ও গুলশানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসংযোগে বক্তারা বলেন, আগামী নির্বাচনে সরকার গঠিত হলে তা হবে “ইনসাফের সরকার”, যা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা করবে। তারা জনগণকে ঈগল প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।
২১২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন