টাঙ্গাইলে জামায়াতের প্রার্থী আহসান হাবিবের সংবাদ সম্মেলন
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আহসান হাবিব মাসুদ টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার দুপুরে এই সম্মেলন করেন। এ সময় তিনি ও সমর্থনপ্রাপ্ত ১১ দলীয় জোট জেলার বিভিন্ন আসনে জামায়াতের নারী ও পুরুষ কর্মীদের ওপর হামলার অভিযোগ তোলেন।
আহসান হাবিব মাসুদ বলেন, 'এবারের নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে নির্বাচন। সমাজের সব শ্রেণির মানুষ আমাদের পাশে রয়েছে। ভোটাররা আমাদের সমর্থন দিচ্ছেন। এমনকি হিন্দু ভোটাররাও আমাদের সমর্থন দিচ্ছেন। আমরা সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি চাই না।'
তিনি আরও অভিযোগ করেন, কাকুয়া ইউনিয়নে জামায়াতের সম্মেলনে হামলা হয়েছে এবং বিভিন্ন এলাকায় অফিস খোলার সুযোগ দেওয়া হয়নি। নারীদের ওপর হামলার বিষয়টি তিনি বিশেষভাবে তুলে ধরেন এবং বলেন, 'নারী কর্মীদের ওপর যে কোনো ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।'
সংবাদ সম্মেলনে আহ্বান জানানো হয় আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য। পাশাপাশি নির্বাচিত হলে চরাঞ্চলকে শিল্পনগরী রূপ দিতে এবং টাঙ্গাইল থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন আহসান হাবিব মাসুদ।
১২৬ বার পড়া হয়েছে