কুমিল্লার বরুড়ায় জমি বিরোধে সংঘর্ষ, নিহত ১
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৯:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার বরুড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার আগানগড় ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল (৪৫) একই গ্রামের চান মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জয়নাল ডাক্তারের ছেলে কবিরের সঙ্গে রবিউলের বিরোধ চলছিল। এর জেরে দুপুরে রবিউলের বাড়ির সামনে ও শফিকের চায়ের দোকানের কাছে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় প্রতিপক্ষের হামলায় রবিউল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হতাহতের ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১৩৪ বার পড়া হয়েছে