স্বর্ণে মোড়া সড়ক নির্মাণে দুবাইয়ের নতুন উদ্যোগ
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্বে প্রথমবারের মতো স্বর্ণ ব্যবহার করে সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ‘গোল্ড স্ট্রিট’ নামের এই সড়কটি নির্মিত হবে দুবাইয়ের নবগঠিত ‘গোল্ড ডিস্ট্রিক্ট’-এ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকল্পটির বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
আনুষ্ঠানিকভাবে দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের উদ্বোধন অনুষ্ঠানে এই ঘোষণা দেয় রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠান ইথরা দুবাই। খালিজ টাইমসের খবরে এ তথ্য জানানো হয়।
‘হোম অব গোল্ড’ হিসেবে পরিচিত এই গোল্ড ডিস্ট্রিক্টে স্বর্ণ ও গয়নাশিল্প-সম্পর্কিত সব কার্যক্রম এক প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। এতে খুচরা ও পাইকারি বাণিজ্য, বুলিয়ন ট্রেড, বিনিয়োগ, স্বর্ণ ব্যবসা এবং সংশ্লিষ্ট লাইফস্টাইল খাত অন্তর্ভুক্ত থাকবে।
বর্তমানে গোল্ড ডিস্ট্রিক্টে এক হাজারের বেশি খুচরা বিক্রেতা কার্যক্রম পরিচালনা করছে। স্বর্ণালংকার ছাড়াও এখানে পারফিউম, কসমেটিকস ও বিভিন্ন লাইফস্টাইল পণ্য বিক্রি হচ্ছে। জাওহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, আল রোমাইজান ও তানিশকের মতো আন্তর্জাতিক ব্র্যান্ড ইতোমধ্যে সেখানে তাদের ফ্ল্যাগশিপ স্টোর চালু করেছে। পাশাপাশি জুয়েলারি ব্র্যান্ড জয়ালুক্কাস মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড়—২৪ হাজার বর্গফুট আয়তনের—একটি ফ্ল্যাগশিপ স্টোর চালুর ঘোষণা দিয়েছে।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি বলেন, গোল্ড ডিস্ট্রিক্ট দুবাইয়ের ঐতিহ্য, বাণিজ্যিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে একত্রিত করবে।
অন্যদিকে, দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজমের আওতাধীন দুবাই ফেস্টিভ্যালস অ্যান্ড রিটেইল এস্টাবলিশমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আল খাজা বলেন, স্বর্ণ দুবাইয়ের সাংস্কৃতিক ও বাণিজ্যিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগের মাধ্যমে ঐতিহ্যের প্রতি সম্মান জানানো হচ্ছে এবং একই সঙ্গে সৃজনশীল ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হওয়া হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাত প্রায় ৫৩ দশমিক ৪১ বিলিয়ন ডলারের স্বর্ণ রপ্তানি করেছে। বর্তমানে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত।
১৪১ বার পড়া হয়েছে