সারাদেশ
নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা কখনোই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দিতে পারেন না।
দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট নয়, নাটোরে নেতাকর্মীদের কড়া বার্তা অধ্যক্ষ আনুর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা কখনোই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অন্য কাউকে ভোট দিতে পারেন না।
দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের বিনগ্রাম বাজারে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালান।
১৫৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন