আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৮:৫০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় মিনি পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ চন্দ্র দাস বগুড়া সদর উপজেলার শশীবদনী গ্রামের পরেশ চন্দ্র দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আক্কেলপুর–ক্ষেতলাল সড়কের পূর্ণ গোপীনাথপুর মোড়ে একটি মিনি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিতে থাকা সোহাগ চন্দ্র ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মিনি পিকআপটি উল্টে সড়কের পাশের জমিতে পড়ে যায় এবং চালক পালিয়ে যান।
পরে স্থানীয়রা নিহত সোহাগ চন্দ্রকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে