গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের গেটে ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত হঠাৎ করে বিদ্যালয়ের মূল গেট লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণ ঘটিয়ে তারা দ্রুত শহরের দিকে পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণের পর শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, প্রশাসনের কর্মকর্তারা এবং পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নেন।
এ ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, 'আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছি। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন জানান, 'সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত চালানো হচ্ছে। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ টহল জোরদার করা হবে।'
১২২ বার পড়া হয়েছে