নারায়ণগঞ্জে জমি বিরোধ, সংঘর্ষে একজনের মৃত্যু; আটক ২
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মুসা মিয়া (নিহত) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের আঘাতে মুসা মিয়া গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ওই এলাকার আরাফাত রহমানের ছেলে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে রুবিনা ও ফাতেমা নামে দুই নারীকে আটক করেছে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানান, নিহতের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
১১৬ বার পড়া হয়েছে