ভোট দিয়ে কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান তারেক রহমানের
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৪:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
তিনি ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়; ভোট দেওয়ার পর কেন্দ্রেই থাকতে হবে এবং নিজেদের দেওয়া ভোটের হিসাব সঠিকভাবে নিশ্চিত করতে হবে।
সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত হন। হাতিয়া (নোয়াখালী-৬) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাহাবুবের রহমান শামীম।
তারেক রহমান বলেন, গত ১৫–১৬ বছরে দেশের মানুষ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। যারা এসব কাজ করেছে, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তবে এখন আরেকটি গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যাতে নির্বাচন সুষ্ঠুভাবে না হয়। এ বিষয়ে ভোটারদের সজাগ ও সচেতন থাকতে হবে।
ভোটের দিনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, “১২ তারিখে যারা মুসলমান ভাইয়েরা আছেন, তারা তাহাজ্জুদ নামাজ পড়ে নিজ নিজ ভোটকেন্দ্রে গিয়ে ফজরের জামাত আদায় করবেন। অন্য ধর্মের ভাইবোনদের সঙ্গেও নিয়ে যাবেন। যেন সবাই খুব সকাল থেকে ভোটকেন্দ্রের সামনে লাইনে দাঁড়াতে পারেন এবং সঠিকভাবে ভোট দিতে পারেন।”
তিনি আরও বলেন, “ভোট দিয়ে চলে এলে চলবে না। ভোট দিয়ে কেন্দ্রেই থাকতে হবে। আপনারা যে ভোট দিলেন, সেই ভোটের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে। পারবেন তো?”
সমাবেশে বক্তব্যের একপর্যায়ে স্থানীয় একজন বাসিন্দা হাতিয়ার মানুষের প্রধান সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, নদীভাঙন এখানে সবচেয়ে বড় সংকট। প্রতিনিয়ত মানুষ সর্বস্বান্ত হচ্ছে। নদীভাঙন রোধে ব্লক-বাঁধ ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। পাশাপাশি নতুন জেগে ওঠা চরে ভূমিহীনদের জন্য জমির বন্দোবস্ত করার দাবিও জানান তিনি।
এর জবাবে তারেক রহমান একটি কাগজ দেখিয়ে বলেন, হাতিয়ার মানুষ যে সমস্যাগুলোর কথা দীর্ঘদিন ধরে বলে আসছে, সেগুলো তিনি লিখে রেখেছেন। আজকের উত্থাপিত দাবিগুলিও সেই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, ব্লক-বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধ, বেড়িবাঁধ নির্মাণ, ভূমিহীনদের জন্য খাসজমি বন্দোবস্ত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত করাসহ হাতিয়ার সব গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের পরিকল্পনা তাদের রয়েছে।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমে একটির পর একটি সমস্যার সমাধান করা হবে এবং হাতিয়াবাসীর দীর্ঘদিনের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
১০৬ বার পড়া হয়েছে