চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৩:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলার রানীহাটি হাই স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জনসভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। তিনি বক্তৃতায় বলেন, 'জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও জনগণের প্রকৃত অধিকার ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আমরা আসন্ন জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করার ওপর গুরুত্বারোপ করি।'
প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী। তিনি ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
এতে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, জামায়াতের কেন্দ্রীয় সংগঠক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম ও জেলা জামায়াতের আমির আবুজার গিফারীসহ অন্যান্য নেতা ও কর্মী।
১২৪ বার পড়া হয়েছে