গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা: ৪ জন আহত, মোটরসাইকেল ভাঙচুর
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৫:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসামী ধরতে যাওয়া পুলিশের ওপর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।
রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন: এসআই সেলিম রেজা, উপ পুলিশ পরিদর্শক (এসআই) মীর কায়েস, এসআই মমিনুল ও কনস্টেবল হোসেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার করতে যায়। এ সময় বাড়ির ভিতরে পুলিশকে অবরুদ্ধ করে নেতা-কর্মীরা মারধর চালায় এবং পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে।
গুরুতর আহত অবস্থায় এসআই সেলিম রেজা, এসআই কায়েস ও এসআই মমিনুলকে সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীর নেতৃত্বে একটি টহল দল উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালায়। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও, এখন পর্যন্ত কোনো গ্রেফতারি হয়নি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
১৩৩ বার পড়া হয়েছে