বাগেরহাটে ডিসি ও এসপিকে হুমকি, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না হওয়াকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে প্রশাসন ও পুলিশ সূত্র জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে এক ব্যক্তি টানা গালাগাল ও হুমকি দিচ্ছেন। কলের অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে কথা বলার সুযোগ না দিয়েই উচ্চস্বরে বলা হয়, ‘সাদ্দামের সঙ্গে কী করছিস… তুই জানিস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কলটি সত্য এবং বিষয়টি যাচাই করা হচ্ছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, তিনি বিভিন্ন বিদেশি নম্বর থেকে কয়েকটি ফোনকল পেয়েছেন। কারা এসব কল দিচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় তিনি বিচলিত নন। যে বিষয়টি নিয়ে হুমকি দেওয়া হচ্ছে, সেখানে প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছে। ধারণা করা হচ্ছে, কিছু বট বা বিদেশি নম্বর ব্যবহার করে এ ধরনের ফোন করা হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে আত্মগোপনে থাকা বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়ের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি জুয়েল হাসান সাদ্দামের সঙ্গে আচরণকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন।
১৭০ বার পড়া হয়েছে