শুধু ভোট দিতে না, ফজরের পরই ভোটকেন্দ্রে থাকার আহ্বান তারেক রহমানের
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের মূল লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন এবং দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
সম্ভাব্য নির্বাচনী ষড়যন্ত্রের আশঙ্কা উল্লেখ্গিয়ে তিনি নেতাকর্মী ও ভোটারদের সকাল থেকেই ভোটকেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান।
রোববার রাত পৌনে ১১টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ফুলতলী মাঠে বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শুধু সকাল বেলা ভোট দিতে গেলে হবে না। তাহাজ্জতের নামাজ পড়ে কেন্দ্রে এসে জামাতে ফজরের নামাজ আদায় করে লাইনে দাঁড়াতে হবে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহারা দিতে হবে।'
প্রায় ২৩ মিনিটের বক্তব্যে তারেক রহমান দলের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি খাল খনন, বেকার যুবকদের প্রশিক্ষণ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার জন্য হেলথ কার্ড চালুর প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, 'বিএনপি সবসময় মানুষের উন্নয়নে বিশ্বাসী। ক্ষমতায় থাকাকালে আমরা নারীদের জন্য অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছি, কৃষকদের ঋণ মওকুফ করেছি এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করেছি। ভবিষ্যতেও কর্মসংস্থান ও জনকল্যাণে পরিকল্পনা বাস্তবায়ন করব।'
স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, আর সাম্প্রতিক সময়েও স্বাধীনতা রক্ষায় বহু মানুষ জীবন দিয়েছেন। তিনি দাবি করেন, বিএনপিরও শতাধিক নেতাকর্মী প্রাণ দিয়েছেন।
তারেক রহমান অন্য দলের সমালোচনা না করে উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের কথা বলেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।
সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিভিন্ন আসনের প্রার্থীসহ কুমিল্লা ও চাঁদপুর অঞ্চলের দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
১২৫ বার পড়া হয়েছে