ভিন্নমত প্রকাশে সহনশীলতা ও সভ্যতা জরুরি: নওশাদ জমির
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও পঞ্চগড়-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, সমাজে মতের পার্থক্য থাকবেই—এটাই স্বাভাবিক।
তবে সেই ভিন্নমতের প্রতি পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকলে রাজনীতি কিংবা একটি সভ্য সমাজ গঠন সম্ভব নয়। মতের অমিলের কারণে কারও বাড়িঘর, যানবাহন বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
রোববার দুপুরে পঞ্চগড় জেলার ধাক্কামাড়া এলাকায় মনোয়ারা কনভেনশন সেন্টারে কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, পৃথিবীর প্রতিটি দেশেই মানুষের মধ্যে ভিন্নমত রয়েছে। কিন্তু সেই ভিন্নমত প্রকাশের একটি নিয়মতান্ত্রিক ও সভ্য পদ্ধতি আছে। শক্তি প্রয়োগ বা বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে নয়, বরং গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ করাই সভ্যতার পরিচয়।
সভায় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির নেতারা ওষুধ ব্যবসা সংশ্লিষ্ট হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসক ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ সময় পেশাগত অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নওশাদ জমির।
পঞ্চগড় কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি সালেকুজ্জামান সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির ১ নম্বর সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউজ্জামান পাটোয়ারী রুবেল, কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বাবু, সহসভাপতি মাহবুব আলমসহ জেলার তিন উপজেলা থেকে আগত প্রায় এক হাজার ওষুধ ব্যবসায়ী।
১০৮ বার পড়া হয়েছে