সর্বশেষ

জাতীয়চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জনতাকে অভিবাদন জানালেন তারেক রহমান
সাফ ফুটসালের প্রথম আসরেই শিরোপা বাংলাদেশের
সাকিবকে দলে বিবেচনার নাটকীয় সিদ্ধান্তে নতুন বিতর্ক
সারাদেশ৭১-এর গণহত্যাকারীদের হাতে দেশ তুলে না দেয়ার আহ্বান ফখরুলের
কবর জিয়ারতের মধ্য দিয়ে গোপালগঞ্জে সিপন ভুইয়ার প্রচারণা শুরু
আজ মধ্যরাতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশে অংশ নেবেন তারেক রহমান
২৭ জানুয়ারি সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির
ক্ষমতায় এলে হালতি বিলকে তিন ফসলি জমিতে রূপান্তরের ঘোষণা দুলুর
রাজশাহীতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি
জানাজা শেষে বাগেরহাটে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী ও শিশুসন্তানকে পাশাপাশি দাফন
সেনাবাহিনীর অভিযানে মাদারীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল উদ্ধার
নারায়নগঞ্জের ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতার কার্যালয়ে ভাঙচুর-গুলিবর্ষণ
শেরপুরকে টাইব্রেকারে হারিয়ে শীতলক্ষা জোনের চ্যাম্পিয়ন জামালপুর
আন্তর্জাতিকপ্রশান্ত মহাসাগরে ফের মার্কিন বাহিনীর হামলা, নিহত ২
খেলাআইসিসি বিশ্বকাপ থেকে সরালো বাংলাদেশকে, স্কটল্যান্ড পেল সুযোগ
সারাদেশ

৭১-এর গণহত্যাকারীদের হাতে দেশ তুলে না দেয়ার আহ্বান ফখরুলের

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট দেওয়ার অধিকার জনগণের, তারা যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। তবে তিনি সতর্ক করে বলেন, দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং ১৯৭১ সালে গণহত্যার সঙ্গে যুক্ত ছিল- এমন শক্তির হাতে দেশ তুলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

রোববার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার কালিতলায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ধর্মের কারণে মানুষে মানুষে বিভেদ, হত্যাকাণ্ড কিংবা সহিংসতা মানবতার জন্য লজ্জাজনক। তিনি বলেন, আমরা এমন একটি পৃথিবী চাই যেখানে ভালোবাসা থাকবে, সৌন্দর্য থাকবে, ধর্মের নামে বিভাজন থাকবে না।

তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি সেই সুযোগ বাস্তবায়নের দিন।

বিএনপি মহাসচিব আরও বলেন, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি এমন একটি সরকার গঠন করতে চায়, যারা সংসদে গিয়ে প্রকৃত অর্থে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করবে না এবং সহিংসতা ছড়াবে না।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তাঁর মৃত্যুর সময় পুরো দেশ শোকে আচ্ছন্ন হয়ে পড়েছিল, কারণ সাধারণ মানুষ তাঁকে নিজেদের ভরসাস্থল হিসেবে দেখতেন। যেমনভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুতেও মানুষ আপনজন হারানোর বেদনায় ভেঙে পড়েছিল। তিনি বলেন, সেই আদর্শের উত্তরসূরি তারেক রহমানই আজ বিএনপির নেতৃত্ব দিচ্ছেন।

মির্জা ফখরুল জানান, তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী মৌলিক পরিবর্তন আনতে চায় বিএনপি। তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে বিএনপির কর্মসূচিতে রয়েছে ‘ফ্যামিলি কার্ড’, যার মাধ্যমে নারীরা নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে পাবেন এবং পরিবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে পারবেন।

এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে কৃষক ন্যায্যমূল্যে বীজ, সার ও কীটনাশক পাবেন এবং উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম নিশ্চিত করা হবে। বেকারত্ব দূর করতে বিএনপি সরকার গঠনের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও ন্যায়বিচারের প্রতীক হিসেবে কাজ করবে এবং সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

নারীশিক্ষা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষাকে বেতনমুক্ত করেছিলেন। এবার বিএনপি সরকার গঠন করলে স্নাতক পর্যন্ত নারীশিক্ষা অবৈতনিক করা হবে।

সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মওলা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ গণসংযোগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন