শেরপুরকে টাইব্রেকারে হারিয়ে শীতলক্ষা জোনের চ্যাম্পিয়ন জামালপুর
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শীতলক্ষা জোনের ফাইনালে শেরপুর জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক জামালপুর জেলা দল।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে জামালপুর জেলা স্কুল মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলের ব্যবধানে শেরপুরকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে জামালপুর।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিভিল সার্জন ডা. আজিজুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সাবেক জাতীয় দলের গোলকিপার কানন এবং ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং শৃঙ্খলাবোধ গড়ে তোলে। আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনে খেলাধুলার মাধ্যমে যুবকদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।
১২৫ বার পড়া হয়েছে