মাগুরায় প্রার্থীদের সঙ্গে সরাসরি ভোটার প্রশ্নোত্তর অনুষ্ঠিত
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে অনন্য ধরণের সরাসরি ভোটার প্রশ্নোত্তর অনুষ্ঠান।
শনিবার বিকেলে শহরের নোমানী ময়দানে “উন্নয়ন, রাজনীতি ও জনগণের প্রত্যাশা” শীর্ষক এই পর্বটি আয়োজন করে অনলাইন প্লাটফর্ম মাগুরা টক।
সাংবাদিক শাহিনুর ইসলাম সভাপতিত্বে এবং অর্থনীতিবিদ কায়সার হামিদ লোভন পরিচালনায় অনুষ্ঠানে জেলার দুটি আসনের ৭ জন প্রার্থী অংশ নেন। মাগুরা-১ আসনের প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপি'র মনোনীত মনোয়ার হোসেন খান, জামায়াতে ইসলামীর আব্দুল মতিন, ইসলামী আন্দোলনের নাজিবুল ইসলাম, বাসদ মনোনীত ইঞ্জিনিয়ার শম্পা বসু এবং বাংলাদেশ কংগ্রেসের এডভোকেট রেজাউল ইসলাম। মাগুরা-২ আসনের প্রার্থী ছিলেন জামায়াতে ইসলামীর এমবি বাকের ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মোস্তফা কামাল।
প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেলা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তাদের প্রশ্নের জবাবে প্রার্থীরা নিজেরা জেলা উন্নয়ন, দুর্নীতি নির্মূল, নারীর ক্ষমায়ন, মাদক ও বেকারত্বসহ বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিএনপি প্রার্থী মনোয়ার হোসেন খান বলেন, দলের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে মাগুরার উন্নয়ন ত্বরান্বিত করা হবে এবং ক্ষমতায় এলে দুর্নীতি দূর করার পাশাপাশি সমতার ভিত্তিতে সমাজ গড়ে তোলা হবে। বাসদ মনোনীত শম্পা বসু জানান, নারীর ক্ষমতায়ন ও জেলার সার্বিক উন্নয়নে কাজ করা হবে। জামায়াত প্রার্থী এমবি বাকের কৃষক সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। মুফতি মোস্তফা কামাল রাষ্ট্রীয় সম্পদের সার্বজনীন ব্যবহার নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রায় কয়েকশ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সরাসরি প্রশ্নোত্তর পর্বটি ভোটার এবং প্রার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
১৯৫ বার পড়া হয়েছে