শিবগঞ্জ সীমান্তে মানবিক দৃষ্টান্ত: শূন্য লাইনে প্রিয়জনের শেষ দেখা
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে এক মানবিক উদ্যোগের মাধ্যমে প্রয়াত এক নারীর মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন ভারতে অবস্থানরত তাঁর স্বজনরা।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে আজমতপুর বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ১৮০/১০-এস সংলগ্ন শূন্য লাইনে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এই আবেগঘন আয়োজন সম্পন্ন হয়।
প্রয়াত নারী রেজিয়া বেগম (৭৫) শিবগঞ্জ উপজেলার রিফুজিপাড়া গ্রামের মৃত সেতাব উদ্দিনের স্ত্রী। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
রেজিয়া বেগমের মরদেহ এক নজর দেখার অনুমতির জন্য ভারতের মালদা জেলার কালিয়াচক থানার শ্বশানী গ্রামের বাসিন্দা ও তাঁর চাচাতো ভাই মো. সোবাহান বিএসএফের কাছে আবেদন জানান। আবেদনের পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয় এবং মানবিক বিবেচনায় সীমান্তে মরদেহ দেখার বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
১৭০ বার পড়া হয়েছে