সারাদেশ
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজের জন্য ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল বন্দরে পৌঁছেছে।
১২৫ মেট্রিক টন বিস্ফোরক বেনাপোল বন্দরে পৌঁছেছে
শেখ ফারহান সাদাফ, বেনাপোল, যশোর
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজের জন্য ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য বেনাপোল বন্দরে পৌঁছেছে।
শনিবার বিকাল ৪টায় পেট্রাপোল স্থলবন্দর থেকে ৮টি ট্রাক এই বিস্ফোরক নিয়ে বেনাপোল বন্দরে ঢোকে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বিস্ফোরক দ্রব্যের আমদানি সরকারি অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি রয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বলেন, বিস্ফোরকগুলো ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে নিরাপত্তা বজায় রেখে রাখা হয়েছে। খালাসের প্রয়োজনীয় কাগজপত্র আমদানি কারকের সি অ্যান্ড এফ এজেন্ট দাখিল করবেন। আনুষ্ঠানিকতা শেষ হলে বিস্ফোরকগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।
১৬১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন