ভোটারদের জনসমুদ্রই প্রমাণ করছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: মাহবুব উদ্দিন খোকন
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোটারদের বিপুল জনসমুদ্রই বলে দিচ্ছে আগামীর প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
শনিবার সন্ধ্যায় নোয়াখালীর চাটখিল উপজেলার পরকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার খোকন বলেন, গত ১৭ বছর দেশে প্রকৃত গণতন্ত্র ছিল না বলেই জনগণ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। সামনে আসন্ন ১২ তারিখের নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হলে গণতান্ত্রিক ব্যবস্থাই ব্যাহত হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দীর্ঘ সময় তিনি দলের নেতৃত্ব দিয়েছেন কিন্তু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। সে কারণেই তিনি গণতন্ত্রের মানসকন্যা হিসেবে পরিচিত।
নিজের পূর্ববর্তী সময়ের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বিএনপির এই প্রার্থী বলেন, সংসদ সদস্য থাকাকালে এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, বিদ্যুৎ সংযোগসহ ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুনরায় নির্বাচিত হলে এলাকার অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার অঙ্গীকারও করেন তিনি।
তিনি আরও বলেন, একটি মহল ধর্মকে ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনের কোনো সুযোগ থাকবে না।
আওয়ামী লীগের শাসনামলকে ফ্যাসিবাদী উল্লেখ করে খোকন অভিযোগ করেন, উন্নয়নের নামে লুটপাট করে তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও শান্তির স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন চাটখিল ও সোনাইমুড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে অংশ নেন।
১৫৮ বার পড়া হয়েছে