ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে : অধ্যাপক আহসান উল্লাহ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৪:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। তিনি বলেন, “বাংলার মাটিতে আর কখনো কেন্দ্র দখলের ভোট হতে দেওয়া হবে না।”
শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে খাগড়াছড়ি জেলা শহরে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল শেষে মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক আহসান উল্লাহ বলেন, জনগণ এখন সচেতন। কেউ যদি কেন্দ্র দখলের মানসিকতা নিয়ে আসে, তবে তাকে বাড়ি থেকে বিদায় নিয়েই আসতে হবে। হুমকি ও ধমকির রাজনীতি দেশের মানুষ আর মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করে না। শান্তি ও সম্প্রীতির রাজনীতির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। জামায়াত প্রার্থী বিজয়ী হলে শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাসও দেন তিনি।
বিএনপিকে ইঙ্গিত করে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, “বাংলার মানুষ ভিক্ষুক নয়। ফ্যামিলি কার্ডের রাজনীতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।” আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষকে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আল্লাহ মানুষকে হাত-পা দিয়েছেন কর্মের মাধ্যমে নিজের ভাগ্য গড়ার জন্য।
সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি আসনের ১০ দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি বলেন, বিএনপি এখন জনগণ থেকে বিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ব্যালট বিপ্লবের’ মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও অভিযোগ করেন, জোটের প্রার্থী ও নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় সব প্রার্থীর বিরুদ্ধে সমানভাবে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
এর আগে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে একটি নির্বাচনী গণমিছিল বের হয়। মিছিলটি শাপলা চত্বর, আদালত সড়ক ও মধুপুর এলাকা প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মো. নুরে আলম, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি আনোয়ার হোসাইন মিয়াজী, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মান্নানসহ ১০ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
১৫৪ বার পড়া হয়েছে