কুমিল্লার লালমাইয়ে রেললাইনে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লার লালমাই রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর এক যুবকের গলাকাটা ও খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। শুক্রবার (সকাল আনুমানিক ৮টা) লালমাই স্টেশন সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম আবদুল আজিজ (৩৪)। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়ার গ্রামের বাসিন্দা এবং মৃত আবদুল আলমের ছেলে। পারিবারিক সূত্র জানায়, আজিজ গত বছর ইসলামী ব্যাংকের অফিসার পদ থেকে চাকরিচ্যুত হন। এরপর তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। তিনি বিবাহিত এবং তাঁর আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
রেল পুলিশ জানায়, লাশটি রেললাইনের ওপর পড়ে থাকতে দেখা যায়। এতে গলার গভীর ক্ষতসহ হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লাকসাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, স্টেশন মাস্টারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। তিনি জানান, এটি ট্রেনে কাটা পড়ে দুর্ঘটনাজনিত মৃত্যু নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
ঘটনাটি তদন্ত করছে রেল পুলিশ।
১১২ বার পড়া হয়েছে