ধামরাইয়ে ব্যবসায়ীর ওপর ছিনতাইকারীদের হামলা, আটক ১
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় ভোরে এক মাছ ব্যবসায়ী ও তার ছেলের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে জয়পুরা এলাকায় মম ফ্যাশনের সামনে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী কালামপুর এলাকার মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে তার ছেলে সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে সিএনজি চালিত অটোরিকশায় করে ইসলামপুরে মাছ কিনতে যাচ্ছিলেন। জয়পুরা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে ছিনতাইকারীরা তাদের গাড়ির গতিরোধ করে।
তিনি আরও জানান, এরপর ৬ থেকে ৭ জন ছিনতাইকারী ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তার কাছ থেকে প্রায় ৭৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলায় তিনি ও তার ছেলে আহত হন।
ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে একজন ছিনতাইকারীকে আটক করা সম্ভব হয়। পরে তাকে গণধোলাই দিয়ে স্থানীয় থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে অন্য ছিনতাইকারীরা পিকআপ ভ্যান নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম বলেন, জনতার হাতে আটক এক ছিনতাইকারীকে থানায় আনা হয়েছে। ঘটনার বিষয়ে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
১১৭ বার পড়া হয়েছে