শেরপুর-১ আসনে সেবক হতে চান ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-১ (সদর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেছেন, তিনি শাসক বা নিয়ন্ত্রক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে সংসদ সদস্য হতে চান।
জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তিনি আপসহীন থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ধানের শীষ প্রতীক পাওয়ার পর শেরপুর পৌর পার্কে অনুষ্ঠিত তার প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। বক্তব্যে ডাঃ প্রিয়াঙ্কা বলেন, বিগত ১৭ বছর ধরে জনগণ যে কষ্ট ও নির্যাতনের শিকার হয়েছে, ভবিষ্যতে আর কাউকে মজলুম হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সকল জালেম, অত্যাচারী, চাঁদাবাজ ও দখলদারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে শত বাধার সম্মুখীন হলেও তিনি পিছপা হবেন না। অপরাধী যে-ই হোক- দলের ভেতরের, বাইরের কিংবা আত্মীয়স্বজন কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব প্রভাষক মামুনুর রশিদ পলাশ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, আবু রায়হান রুপমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভা শুরুর আগে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর পার্কে সমবেত হন। এতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পৌর পার্ক এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
১২০ বার পড়া হয়েছে