পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় প্রার্থীদের প্রচার প্রচারনা শুরু
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ কর্মসূচির মাধ্যমে মাঠে নামেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বেলা ১১টার দিকে কলাপাড়া পৌর শহরে গণসংযোগের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন কামনা করেন।
একই সময়ে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান কলাপাড়া পৌর শহরে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করেন। তিনি ভোটারদের কাছে দলের কর্মসূচি ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন।
অন্যদিকে, দুপুর ১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে প্রচারণা শুরু করেন ১০ দলীয় ঐক্যজোট মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ। সভায় তিনি নির্বাচনী পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এনসিপির মনোনীত প্রার্থী রবিউল ইসলামের কোনো প্রচারণা কার্যক্রম চোখে পড়েনি।
এদিকে, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল দিচ্ছেন।
১০৭ বার পড়া হয়েছে