ধামরাইয়ে বিএনপির নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. তমিজ উদ্দিনের পক্ষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ধামরাই পৌরশহরের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দোয়া মাহফিল ও বেলুন উড়িয়ে এই প্রচারণার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা শুরু করেন প্রার্থী মো. তমিজ উদ্দিন। প্রচারণাটি ধামরাই ঈদগাঁ মাঠ থেকে শুরু হয়ে কালামপুর হাটে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দরা এসময় বক্তব্যে বলেন, ঢাকা-২০ আসনে মো. তমিজ উদ্দিনকে বিজয়ী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে তাকে জয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
১০৭ বার পড়া হয়েছে