ভোটারদের পছন্দে হস্তক্ষেপ করবো না : ইকবাল হাসান মাহমুদ টুকু
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যেকোনো ভোটই ভোটারের একান্ত ব্যক্তিগত ও গোপনীয় বিষয়।
গণভোট হলেও ভোটারের গোপনীয়তা বজায় থাকবে। এ কারণে তিনি নিজে ‘হ্যাঁ’ বা ‘না’ যেখানেই ভোট দিন না কেন, তা প্রকাশ করবেন না। একই সঙ্গে জনগণ কোথায় ভোট দেবে, সে বিষয়ে তাঁর পক্ষ থেকে কোনো নির্দেশনা বা আহ্বানও থাকবে না।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের আলমাহমুদ এভিনিউয়ে নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় অর্ধশতাধিক বৈষম্যবিরোধী ছাত্রছাত্রী বিএনপির অঙ্গসংগঠনে যোগদান করেন।
টুকু বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি ভোটাররা জামায়াত প্রার্থীকে নির্বাচিত করেন, সেটিও তিনি মেনে নেবেন। জনগণের রায়ই হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
এরপর তিনি নিজের জন্মভূমি সদর উপজেলার কোয়েলগাতী গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও দাদা-দাদীর কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ সময় জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
১০৭ বার পড়া হয়েছে