বাগেরহাটে ২৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ২৩ জন বৈধ প্রার্থীর আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ দিয়েছেন।
জেলার চারটি আসনে এই কার্যক্রম সম্পন্ন হয়। জেলার তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ এইচ সেলিম, যিনি ঘোড়া প্রতীক পেয়েছেন।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রতীক বরাদ্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা আবু মুহাম্মদ আনছার, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রার্থী ও তাদের সমর্থকরা।
বাগেরহাট-১ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৮ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বাগেরহাট-২ ও ৩ আসনেও এমএ এইচ সেলিম ঘোড়া প্রতীক পেয়েছেন। অন্যদিকে জেলা বিএনপির বিভিন্ন কমিটির নেতা ও প্রার্থীরা তাদের দলীয় প্রতিক পেয়েছেন। উদাহরণস্বরূপ, বাগেরহাট-১ আসনে মোঃ মাসুদ রানা ফুটবল প্রতিক, বাগেরহাট-২ আসনে ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, বাগেরহাট-৩ আসনে ড. শেখ ফরিদুল ইসলাম এবং বাগেরহাট-৪ আসনে বিএনপির সোমনাথ দে প্রতীক পেয়েছেন।
বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন হরিণ প্রতিক পেয়েছেন। এছাড়া জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি-জেপি, জাতীয় সমাজতান্ত্রিক দলসহ অন্যান্য দলগুলোও তাদের প্রার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে প্রতীক পেয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মোঃ বাতেন বলেন, 'মনোনয়নপত্র প্রত্যাহারের পর বাগেরহাটে ২৩ জন বৈধ প্রার্থী ছিলেন। আজ আমরা সকল প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছি। আশা করি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে।'
১৩৭ বার পড়া হয়েছে