সারাদেশ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নোয়াখালীর ৬টি আসনে ৪৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন
নোয়াখালী প্রতিনিধি
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নোয়াখালীর ৬টি নির্বাচনী আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালী-১ আসনে ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন। এর পরে ধাপে ধাপে নোয়াখালী-৬ আসনের ১০ জন, নোয়াখালী-২ আসনের ৫ জন, নোয়াখালী-৩ ও নোয়াখালী-৪ আসনের ৭ জন করে এবং নোয়াখালী-৫ আসনের ১১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামায়াত ও এনসিপি এই আসনগুলিতে প্রার্থী রেখেছে। প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক অংশগ্রহণ নিশ্চিত হলো।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন