মাগুরায় নির্বাচনী সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ শুরু
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা ও রাজবাড়ি জেলার সাংবাদিকদের জন্য নির্বাচনী সাংবাদিকতা বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ আজ সোমবার মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে শুরু হয়েছে। প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিলন।
প্রশিক্ষণে নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সাবেক ইআরএফ সভাপতি শারমীন রিনভী এবং নির্বাচন রিপোর্টিং বিশেষজ্ঞ ও সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান সাংবাদিকদের বিভিন্ন দিক থেকে প্রশিক্ষণ প্রদান করছেন।
প্রশিক্ষণে নির্বাচনী প্রক্রিয়া, গণভোট, নির্বাচন কমিশনের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচনের অংশীজন, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং নির্বাচনকালে সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক বিষয়গুলোকে গুরুত্বসহকারে আলোচনা করা হচ্ছে।
মাগুরা ও রাজবাড়ী জেলার মোট ৫০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।
১১৬ বার পড়া হয়েছে