শরীয়তপুরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন 'বাঁধন'এর ৮ম বর্ষপূতি উদযাপন
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন 'বাঁধন' শরীয়তপুর সরকারি কলেজ ইউনিট (বরিশাল জোন) তাদের ৮ম বর্ষপূর্তি উদযাপন করেছে।
'একের রক্ত অন্যের, রক্তই হোক আত্মার বাঁধন'-এই স্লোগানকে ধারণ করে সংগঠনটি দীর্ঘদিন ধরে মানবিক রক্তদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সংগঠন সূত্রে জানা যায়, যাত্রালগ্ন থেকে ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বাঁধন শরীয়তপুর সরকারি কলেজ ইউনিট মোট ২ হাজার ৭৭৮ ব্যাগ রক্ত সরবরাহ করেছে। একই সঙ্গে ৩ হাজার ৫৪৪ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়েছে।
গত ১৪ জানুয়ারি ইউনিটটির ৮ম বর্ষপূর্তি, বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় কার্যকরী পরিষদ-২০২৬ গঠন করা হয়। নতুন পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন সামিয়া আফরিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদর্শন বাড়ৈ।
নেতৃবৃন্দ জানান, সম্পূর্ণ স্বেচ্ছাশ্রম ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটির সব কার্যক্রম পরিচালিত হয়। কোনো অসহায় রোগী যেন রক্তের অভাবে প্রাণ না হারায়—এই লক্ষ্যেই বাঁধন কাজ করে যাচ্ছে।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাঁধন শরীয়তপুর সরকারি কলেজ ইউনিটের কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ভবিষ্যতে রক্তদান কার্যক্রম ও জনসচেতনতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনটির সদস্যরা।
১২৮ বার পড়া হয়েছে