কামরাঙ্গীরচরে পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ২:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর কামরাঙ্গীরচর থানার পশ্চিম ইসলাম নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোশারফ হোসেন ওরফে মুছা (৫০)। পুলিশের অভিযানে তার কাছ থেকে ৭৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৫০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কামরাঙ্গীরচর থানাধীন পশ্চিম ইসলাম নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কামরাঙ্গীরচর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মজিবরঘাট পশ্চিম ইসলাম নগরের ৪ নম্বর গলিতে একজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ইয়াবাসহ মোশারফকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত মোশারফ দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে অবৈধ ইয়াবা সংগ্রহ করে কামরাঙ্গীরচর থানাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
পুলিশ আরও জানায়, মোশারফ একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য এবং তার বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় পূর্বে ছয়টি মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
২৪৫ বার পড়া হয়েছে