সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারে কৃষকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আধুনিক কৃষি সরঞ্জাম ব্যবহারে কৃষকদের দক্ষতা বাড়াতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
‘বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণে ৬০ জন নারী ও পুরুষ কৃষক অংশ নেন। প্রশিক্ষণে প্রচলিত পুরোনো কৃষি সরঞ্জামের পরিবর্তে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের প্রয়োজনীয়তা ও সুবিধা নিয়ে আলোচনা করা হয়। এতে কম সময়ে কম শ্রমে অধিক জমি চাষ, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষকের আয় বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী। এ সময় অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (শস্য) আব্দুল হালিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহামুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন