সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশি নারী ও তার চার বছরের শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে তাদের হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফরিদপুর বিওপি এলাকার সীমান্ত পিলার ৩১/১ এসএল দিয়ে মোসা. সুমাইয়া আক্তার তার চার বছরের ছেলে সন্তানকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা ভারতের ভেতরে প্রায় দুই কিলোমিটার অগ্রসর হলে ৭১ বিএসএফ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।
আটকের পর বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ স্থাপন করা হয়। পরে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সিদ্ধান্ত হলে বিএসএফ মা ও শিশুকে ফেরত দিতে সম্মতি জানায়।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, পতাকা বৈঠক শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটক নারী ও শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
পরবর্তীতে বিজিবি তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করে। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সুমাইয়া আক্তারের স্বামী থানায় উপস্থিত হয়েছেন।
১০৮ বার পড়া হয়েছে