সর্বশেষ

জাতীয়১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ ইসির
বিতর্কিত তিন নির্বাচন ছিল রাষ্ট্রীয় পরিকল্পনার ফল: তদন্ত কমিশন
ঢাকায় পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
সারাদেশমানিকগঞ্জ হাসপাতালে নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে নারী ধর্ষণের অভিযোগ
দৌলতপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
মাদারীপুরের প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোটাধিকার প্রয়োগ প্রক্রিয়া শুরু
কক্সবাজারে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন, এলাকায় নিরাপত্তা শঙ্কা
ডিসেম্বরে রংপুরে বিজিবি'র অভিযানে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও পণ্য উদ্ধার
আন্তর্জাতিকইরান ত্যাগে মার্কিন নাগরিকদের জরুরি আহ্বান
খেলাবাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারতে হবে কি না, অনিশ্চয়তা কাটেনি
সারাদেশ

আলিয়া মাদরাসা মাঠে নির্বাচনী জনসভা

দুই দশক পর সিলেট সফরে তারেক রহমান

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। আগামী ২২ জানুয়ারি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরু করবেন। একই দিন সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে একটি বড় নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গতকাল সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পীর-আউলিয়ার পুণ্যভূমি সিলেট থেকেই বিএনপির নির্বাচনী প্রচার শুরু করার ঐতিহ্য রয়েছে। সেই ধারাবাহিকতায় এবার তারেক রহমানও সিলেট থেকে প্রচারণা শুরু করছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হয়ে এবং বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকেই প্রচার শুরু করেছেন। একই ঐতিহ্য অনুসরণ করে তারেক রহমান মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নামবেন।

তারেক রহমানের সফরকে কেন্দ্র করে সিলেট জেলা ও মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ূম চৌধুরী জানান, সফরের শুরুতে তারেক রহমান নগরীর হজরত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর সকাল ১১টায় আলিয়া মাদরাসা মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।

তিনি আরও বলেন, জনসভা শেষে তারেক রহমান সিলেট-ঢাকা মহাসড়ক ধরে বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশে অংশ নেবেন। এসব কর্মসূচিতে সিলেট বিভাগের পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেবেন।

জেলা বিএনপির সভাপতি জানান, ২১ জানুয়ারি রাতে তারেক রহমান সিলেটে পৌঁছাবেন। পরদিন আনুষ্ঠানিক কর্মসূচি শেষে তিনি সড়ক পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সমাবেশে যোগ দিয়ে সিলেট ত্যাগ করবেন।

সবশেষ ২০০৫ সালে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান সিলেট সফর করেছিলেন। সে সময় তিনি সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিএনপির ইউনিয়ন পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। দীর্ঘ বিরতির পর তাঁর এ সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পথে তাঁকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করলেও তিনি বিমান থেকে নামেননি। তারেক রহমান বিভিন্ন সময়ে সিলেটকে তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হিসেবে উল্লেখ করে আসছেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন