সারাদেশ
ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপুঞ্জি ২০২৫–২৬ কর্মসূচির আওতায় মাগুরায় জেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৬ (বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা মাগুরা জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়। আয়োজন করে মাগুরা জেলা ক্রীড়া অফিস।
মাগুরায় অনূর্ধ্ব-১৬ বালক-বালিকা ক্রিকেট প্রতিযোগিতা শেষ
স্টাফ রিপোর্টার, মাগুরা
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ক্রীড়া পরিদপ্তরের ক্রীড়াপুঞ্জি ২০২৫–২৬ কর্মসূচির আওতায় মাগুরায় জেলা পর্যায়ের অনূর্ধ্ব-১৬ (বালক-বালিকা) ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতা মাগুরা জেলা স্টেডিয়ামে সম্পন্ন হয়। আয়োজন করে মাগুরা জেলা ক্রীড়া অফিস।
প্রতিযোগিতায় বালক বিভাগে চারটি এবং বালিকা বিভাগে দুটি দল অংশ নেয়। বালক বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাগুরা জেলা ক্রিকেট একাডেমি, আর রানার্সআপ হয় কোটন স্কোয়াড ক্রিকেট ক্লাব। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ হিসেবে স্থান পায় চৌরঙ্গী ক্লাব।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার বি এম সাজিন ইসরাত এবং জেলা ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন