মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর জেলা আইনজীবী সমিতির নির্ধারিত নির্বাচন অনিবার্য কারণ দেখিয়ে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করায় এ সিদ্ধান্ত নিয়ে আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
রোববার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচন স্থগিতের ঘোষণা দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সিনিয়র অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জজ কোর্টের জিপি গুলজার আহমেদ চিশতী মস্তফা, পিপি অ্যাডভোকেট শরীফ মো. সাইফুল কবীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনজীবীদের একটি অংশের অভিযোগ, বিগত সরকারের অনুসারীরা দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের মাধ্যমে সমিতির কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিল। অতীতে পেশিশক্তি প্রয়োগ করে ভোটের নামে প্রহসনের অভিযোগও রয়েছে। এ অবস্থায় সাধারণ আইনজীবীরা একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছেন।
অনেকে মনে করছেন, পূর্বের অনিয়ম ও ত্রুটি সংশোধন করে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন। আবার অপর একটি পক্ষের ধারণা, নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিতে নির্বাচন পেছানো হয়েছে। নির্দিষ্ট কারণ ব্যাখ্যা না করায় সাধারণ আইনজীবীদের মধ্যে হতাশা ও বিস্ময় দেখা দিয়েছে।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফরহাদ হোসেন বলেন, “অনির্দিষ্ট কারণে নির্বাচন স্থগিত হলেও এর পেছনে অবশ্যই কিছু কারণ রয়েছে। এই মুহূর্তে সেগুলো প্রকাশ করতে চাই না। শিগগিরই নির্বাহী কমিটির সঙ্গে বৈঠক করে সবার সঙ্গে আলোচনা করে স্থগিতের কারণ জানানো হবে।”
১১০ বার পড়া হয়েছে