দৌলতপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের সীমান্তসংলগ্ন একটি এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন চরচিলমারী বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতরে আতারপাড়া মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় কয়েকটি আগ্নেয়াস্ত্র দেখতে পায়। পরে তল্লাশি চালিয়ে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
অস্ত্র উদ্ধারের বিষয়টি জানাতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহিষকুণ্ডি এলাকায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দৌলতপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি মাসে দৌলতপুর সীমান্ত এলাকায় একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। এর আগে গত ১ জানুয়ারি র্যাব-১২ (মেহেরপুর) দৌলতপুর থানা এলাকা থেকে দুইজনকে আটক করে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে। একই সময় পৃথক অভিযানে ৪৭ বিজিবি মালিকবিহীন অবস্থায় আরও দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করে।
১৫৬ বার পড়া হয়েছে