খুলনায় জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা, ৪০ নারী উদ্যোক্তার স্টল
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনায় জমে উঠেছে বিসিক উদ্যোক্তা মেলা–২০২৬। খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), খুলনা জেলা কার্যালয়ের আয়োজনে নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ের বিসিক চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে।
ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বিপণনে সহায়তা করতে বিসিক প্রতিবছর এ ধরনের উদ্যোক্তা মেলার আয়োজন করে থাকে। চলমান এই মেলায় ৪০ জন উদ্যোক্তা বিভিন্ন স্টলে নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করছেন।
বিসিক উদ্যোক্তা মেলার অন্যতম বিশেষত্ব হলো—এটি সম্পূর্ণ উদ্যোক্তাকেন্দ্রিক মেলা, যেখানে অংশগ্রহণকারী ক্ষুদ্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত অধিকাংশ উদ্যোক্তাই নারী। মেলায় দর্শনার্থীরা পাচ্ছেন আবহমান বাংলার ঐতিহ্যবাহী হস্ত ও কারুশিল্প পণ্য, নকশিকাঁথা, মাটির গহনা, বাচ্চাদের খেলনা, পাটজাত পণ্য, ব্লক-বাটিক, মৃৎশিল্প, মধু ও কাঠশিল্পজাত সামগ্রী।
এছাড়া মেলায় চারটি খাবারের স্টলে শীতকালীন নানা ধরনের পিঠাপুলি ও অন্যান্য সুস্বাদু খাবারের সমাহার রয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে।
১০ দিনব্যাপী এই উদ্যোক্তা মেলায় প্রতিদিনই সব শ্রেণি-পেশার মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। শহরের বিভিন্ন এলাকার নারী উদ্যোক্তারা এ মেলায় অংশগ্রহণ করে নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন।
মেলা সম্পর্কে বিসিক খুলনা জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন বলেন, প্রতিদিনই মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়ছে এবং উদ্যোক্তাদের বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে এবং তাৎক্ষণিক পুরস্কার প্রদান করা হচ্ছে।
তিনি আরও বলেন, এই মেলার মাধ্যমে নারী উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একই সঙ্গে তারা তাদের পণ্যের প্রচার, প্রসার ও ব্র্যান্ডিংয়ের সুযোগ পাচ্ছেন। খুলনাবাসীকে মেলায় এসে পণ্য ক্রয়ের মাধ্যমে উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গতকাল রবিবার বিকেলে মেলার উদ্বোধন করা হয়। খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ-আল-মাসুম ও বিসিকের আঞ্চলিক পরিচালক বাদল চন্দ্র হালদার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণ এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত এই উদ্যোক্তা মেলা চলবে।
২৫৯ বার পড়া হয়েছে