সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভোলাহাট–কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভোলাহাটে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মিলন আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকালে ভোলাহাট–কানসাট আঞ্চলিক সড়কের মান্নু মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে ভোলাহাটের দিকে যাচ্ছিলেন মিলন আলী। পথিমধ্যে মান্নু মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৬৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন