রংপুর ও রাজশাহীতে শৈত্যপ্রবাহের প্রভাবে কুয়াশা ও শুষ্ক আবহাওয়া
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৭:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগসহ নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ আরও চারটি জেলার ওপর দিয়ে আরও কয়েকদিন মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কিছু অংশে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। অন্যত্র কুয়াশা হালকা থেকে মাঝারি ধরনের হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশের রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৮.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক পরিস্থিতি অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ১০ জানুয়ারি উত্তর শ্রীলংকা উপকূল অতিক্রম করতে পারে। এই নিম্নচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে।
১৩৯ বার পড়া হয়েছে