জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাতক্ষীরায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলায় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে শহরের নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, রচনা, বিতর্ক, অভিনয়, হামদ, নাত ও ক্বেরাতসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরে। শিক্ষার্থীদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। দেশাত্মবোধক গান, ভাষার সৌন্দর্যমণ্ডিত আবৃত্তি ও সমাজভিত্তিক অভিনয়ে মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীতশিল্পী আবু আফফান রোজ বাবু, শহিদুল ইসলাম, শ্যামল সরকার, ইন্দ্রজিত সাধু, নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী, শিক্ষা কর্মকর্তা সানজিদা খাতুনসহ শিক্ষক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দঘন ও সৃজনশীল পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
২০৯ বার পড়া হয়েছে