সাতক্ষীরায় শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ ১:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত “শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
ক্রিকেট লায়ন্স একাডেমি ও বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের নেতা অর্ঘ্য বিন জুয়েল, ইসলামী ছাত্রশিবির শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি আব্দুল মুকিত, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন এবং আপ বাংলাদেশের জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, শহীদ ওসমান হাদী আধিপত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ ও সুস্থ সংস্কৃতির জন্য আত্মত্যাগের যে আদর্শ তিনি রেখে গেছেন, তা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। দেশের মানুষ কখনো এই শহীদকে ভুলে যাবে না।
আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শ ও চেতনাকে তরুণ সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
২১৬ বার পড়া হয়েছে