চাঁপাইনবাবগঞ্জে টানা শৈত্যপ্রবাহ, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৪:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন ধরে তীব্র শীতের দাপটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সূর্যের দেখা না পাওয়া, ঘন কুয়াশা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ এবং ছিন্নমূল জনগোষ্ঠী।
জেলা জুড়ে টানা পাঁচ দিন ধরে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এর মধ্যে তিন দিন সূর্যের দেখা মেলেনি। বাকি দুই দিন আংশিকভাবে সূর্য দেখা গেলেও রোদের তাপ ছিল খুবই কম। দিনের বড় একটি সময় কোথাও ঘন, কোথাও মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।
গতকাল মঙ্গলবার সারাদিন ঘন কুয়াশা থাকলেও আজ বুধবার সকালে কিছুটা স্বস্তি নিয়ে সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল বাতাস শীতের প্রকোপ আরও বাড়িয়ে দিয়েছে।
তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, শ্রমজীবী মানুষ ও ছিন্নমূলরা। শীত মোকাবিলায় জেলার বিভিন্ন এলাকায় সরকারি ও বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, দীর্ঘদিন কুয়াশা থাকলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বোরো ধানের বীজতলা ঝুঁকির মুখে পড়তে পারে। অন্যদিকে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, শীতের তীব্রতায় শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রকোপ বাড়তে পারে।
৩৩৮ বার পড়া হয়েছে