জাতীয়
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন।
তেজতুরী বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা খুন
স্টাফ রিপোর্টার
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৪:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁও থানার তেজতুরী বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির নিহত হয়েছেন।
এ ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার পর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত পরিচয়ের কয়েকজন বন্দুকধারী হঠাৎ করে দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের একটি গলিতে গুলির ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আজিজুর রহমান মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ঘটনার পেছনের কারণ ও হামলাকারীদের পরিচয় শনাক্তে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
২৩১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন