জামালপুরের লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন নিয়ে সভা
বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬ ৬:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুর জেলা পরিষদের আয়োজনে লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রের উন্নয়ন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাবু।
সভায় অংশ নেন জেলার সমাজ সেবা উপ-পরিচালক রোকানুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনজুরুল আলম, জেলা প্রেসক্লাব সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক মুকুল রানা, সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাংগঠনিক সম্পাদক আসমাউল আসিফ, গাংচিল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খন্দকার রাজু আহমেদ ফুয়াদ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
বক্তারা লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার ওপর আলোকপাত করেন। তাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, নতুন রাইডস সংযোজন, মোবাইল নেটওয়ার্ক উন্নত করা, রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের জন্য রাত্রিযাপনের সুবিধা নিশ্চিত করা এবং আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও, কেন্দ্রটির মাধ্যমে আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রা তুলে ধরার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মাধ্যমে লাউচাপড়া অবসর ও বিনোদন কেন্দ্রকে একটি আধুনিক, নিরাপদ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
১৫৩ বার পড়া হয়েছে