মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই উৎসবের আয়োজন
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
নতুন বছরের প্রথম দিনে মানিকদি ইসলামিয়া আলিম মাদ্রাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বই উৎসব।
ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। মাদ্রাসার অধ্যক্ষ এইচ এম গোলাম মাহবুব সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন ও সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান ও মাহবুবুর রহমান। মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য আব্দুস সাত্তার সুমন, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বই পড়ার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও নৈতিক শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়। শেষপর্যায়ে বই বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
মাদ্রাসার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই বই উৎসব শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও শিক্ষায় আরও মনোযোগী করে তুলবে।
৮১৪ বার পড়া হয়েছে