কুয়াকাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি মঙ্গলবার আসরের নামাজের পর কুয়াকাটা রাখাইন মার্কেট মাঠে আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লী সভাপতিত্ব করেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার আমীর মওলানা শহিদুল ইসলাম, স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সাংবিধানিক শাসনের প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার নেতৃত্ব দেশের রাজনীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশের শান্তি, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করছি।
দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারী মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
নেতৃবৃন্দ জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ এবং তার অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
১০২৮ বার পড়া হয়েছে