বিএসএফ হেফাজতে মৃত্যুর অভিযোগ
ময়নাতদন্তে রবিউলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন
মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়ার পর নিহত রবিউল ইসলামের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তে এসব আঘাতের চিহ্ন শনাক্ত হওয়ায় তাকে নির্যাতন করা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিহত রবিউল ইসলাম (৩৫)-এর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. মো. শামসুল আলম জানান, নিহতের বুকের ডান পাশ, পা, হাতের আঙুল, কান ও গালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রয়োজন।
বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বলেন, ময়নাতদন্তের লিখিত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিএসএফের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত প্রতিবাদ জানানো হবে।
এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তে বিএসএফ নিহত রবিউল ইসলামের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে। রবিউল ইসলাম সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের নজাবুল ইসলামের ছেলে।
মঙ্গলবার বিকেলে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
৬৫৪ বার পড়া হয়েছে