সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে জানানো হয়, এর মধ্যে জেলা হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ৫ জন এবং ভোলাহাটে ৮ জন রোগী ভর্তি হয়েছেন।
জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনে বলা হয়, হাসপাতালটিতে আগে থেকে ভর্তি ছিলেন ৬১ জন রোগী। নতুন ভর্তি ৪৫ জন এবং ৬১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৫ জন রোগী।
সিভিল সার্জন অফিস জনসাধারণকে সতর্ক থাকতে ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দিয়েছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন